৪ জুন ঢাকার শ্যামলীতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ৩৫০ বাংলাদেশ এবং সেকটো বাংলাদেশ এর যৌথ আয়োজনে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে “এশিয়ায় জাস্ট এনার্জি ট্রানজিশন: ফ্লিপ দ্য সুইচ টু রিনিউএবল” বিষয়ক এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন “ধরা”- এর সদস্য এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, ধরা-’র সদস্য মামুন কবীর, ৩৫০ বাংলাদেশ এর মোবিলাইজেশন কো-অর্ডিনেটর আমানুল্লাহ পরাগ প্রমূখ।