৩০ আগষ্ট ২০২৪ খ্রীস্টাব্দে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের খোলার পার এলাকার মৎসজীবী সম্প্রদায় ও সাধারণ মানুষদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩ঘটিকায় চতলা বিলের পারে জেলে ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চতলাবিলের পারে খলিয়ার পাড়া ,মেষ্টা জামালপুরে উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব [...]
