ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, সুরমা রিভার ওয়াটারকিপার, খোয়াই রিভার ওয়াটারকিপার, পশুর রিভার ওয়াটারকিপার, প্ল্যানেটিয়ার্স ক্লাব এবং স্থানীয় সংগঠনগুলোর যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন
পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, সুরমা রিভার ওয়াটারকিপার, খোয়াই রিভার ওয়াটারকিপার, পশুর রিভার ওয়াটারকিপার, প্ল্যানেটিয়ার্স ক্লাব এবং স্থানীয় সংগঠনগুলোর যৌথ উদ্যোগে ৫ জুলাই, ২০২৪, বুধবার দেশের উপকূল, হাওর এবং বরেন্দ্র অঞ্চলের ৮ জেলার ১২ উপজেলায় একযোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন করা হয়। এই কর্মূসচির অংশ হিসাবে কক্সবাজার জেলার পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া এবং কক্সবাজার সদর উপজেলা; বরগুনার পাথরঘাটা উপজেলা; পটুয়াখালীর কলাপাড়া উপজেলা, বাগেরহাটের মোংলা উপজেলা; সিলেট মহানগর, হবিগঞ্জ সদর, চুয়াডাঙ্গা সদর; এবং জামালপুর সদরে এই দিবস উদযাপন করা হয়।
বিশ্ব পরিবেশ দিবসে সিলেটে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও কলাপাড়ায় আন্ধারমানিক নদী রক্ষায় মানববন্ধন, পাথরঘাটায় ড্রেনেজ ব্যবস্থা উন্নিতকরণ ও প্লাস্টিক বর্জ্য অপসারণের দাবিতে র‌্যালি ও আলোচনা সভা, মোংলায় সুন্দরবন রক্ষায় আলোচনা সভা ও র‌্যালি, হবিগঞ্জে শিশু-কিশোর সমাবেশ, জামালপুরে আলোচনা সভা ও পরিবেশ সম্মাননা প্রদান, চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী রক্ষায় আলোচনা সভা, পেকুয়াতে কহলখালী খাল দখল ও দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা, কুতুবদিয়াতে বৃক্ষরোপন ও আলোচনা সভা, মহেশখালীতে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে মানববন্ধন, চকরিয়াতে বৃক্ষরোপন কর্মসূচি, এবং কক্সবাজার সদরের পিএমখালীতে পাতলী খাল রক্ষায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।