ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ-৩০ চলাকালিন সময়ে “গ্লোবাল ডে অফ অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস”র নেতৃত্বে ১৫ নভেম্বর ২০২৫, শনিবার ৭০ হাজার মানুষের অংশগ্রহণে Brazilian People’s Summit- এর মিছিল অনুষ্ঠিত হয়। ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়ক শরীফ জামিল এশিয়ান পিপল’স মুভমেন্ট অন ডেট এন্ড ডেভেলপমেন্ট (APMDD) এর সদস্য হিসেবে মিছিলে প্রতিনিধিত্ব করেন।
শরিফ জামিল বলেন, “যখন রাষ্ট্র-পক্ষগুলো সামনের সারির সম্প্রদায় ও পৃথিবীর জন্য যা প্রয়োজন তা করতে ব্যর্থ হয়, তখন সকল মানুষকে এক হয়ে দাঁড়াতে হবে। আমাদের সকলকে চলমান ফলহীন উদ্যোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা উচিত। কখনও কখনও এসব, প্রকৃতপক্ষে মানুষ ও পৃথিবীর জন্য বিপজ্জনক হয়ে ওঠে।”
ব্রাজিলের বেলেমে হোক বা পৃথিবীর অন্যান্য অঞ্চলে যেমনঃ এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা ও ইউরোপের হাজার হাজার মানুষ একযোগে সক্রিয় হয়ে মঞ্চে অংশ নেয়। তারা কপ’র নেতৃত্বকে বলেছে- অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে যথেষ্ট ও অর্থবহ জলবায়ু অর্থায়নসহ, জীবাশ্ম জ্বালানির ধীরে ধীরে পরিত্যাগ ও অন্যান্য পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি না ওঠে।
একইভাবে বাংলাদেশে, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে ১৩টি স্থানে “গ্লোবাল ডে অফ অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস” পালন করে। স্থানগুলো হলো: বরগুনা সদর, ঢাকা, হবিগঞ্জ, জামালপুর, কলাপাড়া, কুতুবদিয়া, মহেশখালি, মংলা, পাবনা, পাথরঘাটা, পেকুয়া, সিলেট ও তালতলী

Please follow and like us: