১৭ নভেম্বর ২০২৫ তারিখে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ-৩০ অনুষ্ঠানে “জলবিদ্যুৎ একটি ভ্রান্ত জলবায়ু সমাধান যা কার্বন ক্রেডিট তৈরি করে” শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সাইড ইভেন্ট রুম ৪-এ এই আলোচনা অনুষ্ঠিত হয়। প্যানেলটি জলবিদ্যুৎ একটি পরিষ্কার এবং টেকসই শক্তির উৎস, এই মূলধারার বক্তব্যকে চ্যালেঞ্জ জানায়। ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সদস্য সচিব শরীফ জামিল অনুষ্ঠানে অন্যতম বক্তা হিসেবে অংশগ্রহণ করেন। শরীফ জামিল তার উপস্থাপনায় বলেন, জলবিদ্যুৎকে COP এ শক্তির একটি পরিষ্কার উৎস হিসেবে প্রতিষ্ঠিত করা হচ্ছে! এটি কেবল সমগ্র নদীর অববাহিকাকেই পরিবর্তন করে না; জলবিদ্যুৎ বিশ্বব্যাপী মিথেন নির্গমনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশের জন্য, আমরা শক্তিশালী জিবিএম সিস্টেমের তলানিতে আছি। আমরা এটা মেনে নেবো না।

Please follow and like us: