COP30: ১৮ নভেম্বর ২০২৫, ব্রাজিলের বেলেম শহরে জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত ও ন্যায়সঙ্গত উত্তরণের জন্য জলবায়ু অর্থায়নের দাবিতে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা আর্থিক প্রতিষ্ঠান ও বিশ্বনেতাদের প্রতি জীবাশ্ম জ্বালানির জন্য অর্থায়ন বন্ধ করা, নবায়নযোগ্য জ্বালানিতে ন্যায়সঙ্গত রূপান্তর ত্বরান্বিত করা এবং বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় জলবায়ু অর্থায়ন প্রদানের দাবি জানান। ছোট দ্বীপ রাষ্ট্র, এশিয়া, লাতিন আমেরিকা এবং আফ্রিকার কর্মীরা এই বিক্ষোভে অংশ নেন। ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (CAN) ফ্রাইডেস ফর ফিউচার, অয়েলওয়াচ এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের সহযোগিতায় এই বিক্ষোভের সমন্বয় করে। ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর সমন্বয়ক এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সদস্য সচিব শরীফ জামিল বিক্ষোভে অংশগ্রহণ করেন, তিনি বলেন- আমরা যথাযথ ও অর্থবহ জলবায়ু অর্থায়নের দাবি জানিয়ে যাব, কারণ এটি এখনো পূরণ হয়নি।





