COP 30: ১৭ নভেম্বর ২০২৫ তারিখে এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি) এবং জলবায়ু ন্যায়বিচার সংগঠনের আয়োজনে ব্রাজিলের বেলেম শহরে গ্লোবাল ডে অফ ক্লাইমেট অ্যাকশনের অংশ হিসেবে “কোরিয়ার জীবাশ্ম জ্বালনির বিনিয়োগ বন্ধে” একটি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়া যে এলএনজি অবকাঠামোকে উৎসাহ দিচ্ছে, তার বিরোধিতা এবং জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক উত্তরণের আহ্বান জানানোই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। দক্ষিণ কোরিয়াকে বিদেশে জীবাশ্ম জ্বালানি প্রকল্প, বিশেষ করে এলএনজি টার্মিনাল, অর্থায়নের দায়ে অভিযুক্ত করা হয়েছে। ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর সমন্বয়ক এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সদস্য সচিব শরীফ জামিল এই প্রতিবাদে অংশগ্রহণ করেন এবং জীবাশ্ম জ্বালানির সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানান।

Please follow and like us: