১২ এপ্রিল ২০২৫, শনিবার রাজশাহীর শাপলা কালচারাল স্কুল হলরুমে “ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)” আয়োজিত “বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সংকট ও সামাজিক আন্দোলন” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলী, এবং সভাপতিত্ব করেন রুলফাও-এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরার কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধরার কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল করিম কিম, সুন্দরবন রক্ষায় আমরা-এর সমন্বয়ক মো. নূর আলম শেখ, এবং যমুনা রক্ষায় আমরা-এর সমন্বয়ক জিয়াউর রহমান।
সভায় রাজশাহী অঞ্চলের পরিবেশ নিয়ে কাজ করা নানা পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন—যাদের মধ্যে ছিলেন এনজিওর নির্বাহী পরিচালক, শিক্ষক-গবেষক, লেখক, সমাজকর্মী, আদিবাসী প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও অন্যান্য পেশাজীবী।
আলোচনায় বরেন্দ্র অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব, পানি সংকট, বৃক্ষ নিধন ও কৃষিজমির সংকটসহ নানা পরিবেশগত চ্যালেঞ্জ তুলে ধরা হয়। বক্তারা বলেন, এই সংকট মোকাবিলায় প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ, সচেতনতা এবং জনসম্পৃক্ত সামাজিক আন্দোলন।
তাঁরা এককথায় বলেন—“পরিবেশ বাঁচলে জীবন বাঁচবে—তাই একসঙ্গে লড়াই করতে হবে।”
আলোচনা সভায় মহসীন আলীকে আহ্বায়ক এবং মিজানুর রহমানকে সদস্য সচিব করে মোট ২১ সদস্য বিশিষ্ট “বরেন্দ্র রক্ষায় আমরা” এর কমিটি গঠন করে আন্দোলনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার দশটি উপজেলার অর্ধশতাধিক প্রতিনিধির উপস্থিতিতে কণ্ঠ ভোটে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


















