কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়িতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-র আয়োজনে জলবায়ু উদ্বাস্তুদের পূনঃর্বাসন এবং লবণ ও পান চাষীদের অধিকার বাস্তবায়নের দাবিতে আয়োজিত জনসভায় বক্তারা লবণ ও পানের অস্বাভাবিক মূল্যহ্রাসে চাষী পরিবারসমূহের মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেন এবং পান ও লবণের মাঠ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

১৪ই জুন শনিবার বিকেলে মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জি. মোহাব্বত আলী ছিদ্দিক আপন চৌধুরী’র সভাপতিত্বে ও ধরা কক্সবাজার শাখার সহ-সভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এর জাতীয় সমন্বয়ক শরীফ জামিল বলেন, মহেশখালী ও মাতারবাড়ি নিয়ে ইতিমধ্যে প্রণীত MIDI (মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগ) পরিকল্পনা সম্পর্কে স্থানীয় জনগণকে অন্ধকারে রেখে লবণ ও পান শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্র চলমান রয়েছে। তিনি জনসভায় অংশ নেয়া স্থানীয় জনগণের কাছে MIDI সম্পর্কে জানতে চাইলে একজন ব্যক্তিও এই সম্পর্কে অবগত আছেন বলে হাত উত্তোলন করেননি। তাই বিস্ময় নিয়ে তিনি বলেন, দেশের মানুষকে অন্ধকারে রেখে বিগত সরকারের সময়ে গোষ্ঠীস্বার্থ বিবেচনায় নিয়ে এমন অনেক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হলেও এখন এমনটি হতে পারেনা। MIDI সহ এই অন্চলের সকল বৃহৎ প্রকল্প স্বচ্ছ, বিজ্ঞানভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সামাজিক ও পরিবেশগত অভিঘাত পুনর্মূল্যায়নের দাবি রাখে।

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ধরা কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল করিম কিম, চুনতি রক্ষায় আমরা-এর সমন্বয়ক সানজিদা রহমান, মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ধরা পেকুয়া উপজেলার সমন্বয়ক দেলোয়ার হোসাইন, চ্যানেল আই জেলা প্রতিনিধি সরওয়ার আজম মানিক, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, ধরা মহেশখালী সংগঠক মোঃ কায়ছার হামিদ প্রমুখ।

Newslink: Jago News 24

Please follow and like us: