আজ ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার বিকেলে বগুড়ার বনানীতে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ মিলনায়তনে “যমুনা অববাহিকায় পরিবেশ সংকট ও সামাজিক আন্দোলন” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র উদ্যোগে আয়োজিত এই সভায় যমুনা অববাহিকার পরিবেশ রক্ষায় নাগরিক আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন আজিজুল হক সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ধরা’র কেন্দ্রীয় সদস্য সচিব ও ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল। বিশেষ অতিথি ছিলেন মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলদল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘ধরা’র উত্তরাঞ্চলীয় সমন্বয়ক জিয়াউর রহমান।
আলোচনায় অংশ নেন ‘ধরা’র কেন্দ্রীয় নেতা আব্দুল করিম কিম, সুন্দরবন রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক নুর আলমসহ বগুড়া, সিরাজগঞ্জ ও গাইবান্ধার ২০ জন পরিবেশকর্মী।
বক্তারা বলেন, প্রকৃতির উপর যেকোনো অনিয়ম বা অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। নদী, জলজ প্রাণ ও প্রকৃতি রক্ষায় পরিকল্পিত ব্যবস্থাপনা জরুরি। তারা আরও বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ ফেরানো এবং জনগণকে সম্পৃক্ত করে পরিবেশ আন্দোলন জোরদার করাই এখন সময়ের দাবি। কারণ, পরিবেশ টিকে থাকলে মানুষও টিকে থাকবে।
আলোচনা শেষে “যমুনা রক্ষায় আমরা” আন্দোলনের একটি ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে প্রফেসর আব্দুল কাদেরকে আহ্বায়ক এবং বিজনেস স্ট্যান্ডার্ডের উত্তরাঞ্চল প্রধান খোরশেদ আলমকে সদস্য সচিব করা হয়। কমিটিতে বগুড়া, গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার পরিবেশকর্মীরা অন্তর্ভুক্ত রয়েছেন।