“আমাদের নদী আমাদের অস্তিত্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং অন্যান্য স্থানীয় সংগঠনসমূহের সম্মিলিত উদ্যোগে প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও বিশ্ব নদী দিবস (World Rivers Day) ২০২৫ উপলক্ষ্যে দেশের ২১টি স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। নদী ও খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সোচ্চার হয়ে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, স্মারকলিপি জমাদান, সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়। নদীর পরিবেশ সুরক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
বরগুনার জেলার বরগুনা সদর, তালতলি, পাথরঘাটা উপজেলা; পটুয়াখলি জেলার কলাপাড়া উপজেলা; বাগেরহাট জেলার মোংলা উপজেলা; কক্সবাজার জেলার চকরিয়া, কুতুবদিয়া উপজেলা; চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার চুনতি ইউনিয়ন, খুলনা জেলার পাইকগাছা উপজেলা; সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, জামালপুর, শেরপুর, পাবনা, বরিশাল, বগুরা, রাজশাহী, গাজিপুর, পিরোজপুর, সাতক্ষীরা ও ঢাকাসহ দেশের মোট ২১টি স্থানে নদী দিবসকে কেন্দ্র করে এই কর্মসূচিগুলো পালিত হয়েছে।
নদী সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরে আয়োজকেরা নদীর অবৈধ দখল ও দূষণ বন্ধে সরকারের পাশাপাশি প্রতিটি নাগরিককেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Newslinks:

Please follow and like us: