জলবায়ু ন্যায্যতার দাবিতে ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় একটি বৈশ্বিক জলবায়ু ধর্মঘট। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, থ্রি-ফিফটি বাংলাদেশ এবং আরও কয়েকটি পরিবেশবান্ধব সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে সারা দেশের জলবায়ু আন্দোলনকারী, পরিবেশ কর্মী ও স্থানীয় সংগঠকরা অংশগ্রহণ করেন। উল্লেখযোগ্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মো. ইকবাল ফারুক, রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ম্যানেজার, ওয়াটারকিপার্স বাংলাদেশ; মামুন কবীর, প্রচার সমন্বয়ক, ধরা; মোহাম্মদ দেলোয়ার হোসেন, পেকুয়া উপজেলা সমন্বয়ক, ওয়াটারকিপার্স বাংলাদেশ; মো. শহিদুল ইসলাম, কুতুবদিয়া উপজেলা সমন্বয়ক; আলাউদ্দিন আলো, পরিবেশ সংগঠক, চকরিয়া; এবং আমানুল্লাহ পরাগ, সাউথ এশিয়া মবিলাইজেশন কো-অর্ডিনেটর, 350.org।
এই জলবায়ু ধর্মঘট ছিল একটি বৈশ্বিক আন্দোলনের অংশ, যার লক্ষ্য বিশ্বব্যাপী জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার আহ্বান জানানো এবং জনসচেতনতা বৃদ্ধি করা। কর্মসূচিটি Fridays for Future বৈশ্বিক উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে আয়োজিত হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার বহন করেন এবং স্লোগানে স্লোগানে উচ্চারণ করেন— “বাসযোগ্য পৃথিবীর অধিকার চাই”, “ন্যায্য জলবায়ু নীতি চাই”।
আয়োজকেরা বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় এখনই পদক্ষেপ নিতে হবে এবং তা হতে হবে ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক। এজন্য স্থানীয় জনগণের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।