ক্ষতিপূরণ এবং ন্যায্য রূপান্তর এখনই শ্লোগানে এবং ভিন্ন ভিন্ন প্রতিবাদী প্লাকার্ড প্রদর্শন করে জলবায়ু ঋণ বাতিলের দাবিতে ধরিত্রী রক্ষায় আমরা(ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএসএ)’র যৌথ উদ্যোগে দ্বীপের সাগর চ্যানেলে এক প্রতিবাদী নৌ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার (১৬ অক্টোবর২০২৫) সকাল ১০ টার দিকে অনুষ্ঠিত নৌ মানববন্ধনে সংগঠনের আহবায়ক এম. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা নাজমুস সাকিব, বিশেষ অতিথি কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাছান কুতুবী, সংগঠনের সদস আশিকুর রহমান, মেহেদি হাসান জিসান প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেের দ্বীপ উপজেলা কুতুবদিয়া ভয়ংকর ঝুঁকিতে। এখানকার জেলে, কৃষক, ও প্রান্তিক জনগোষ্ঠিকে রক্ষাসহ জলবায়ু বৈরিতায় ক্ষতিগ্রস্থদের ক্ষতি পূরনের অর্থ প্রদানে দাবি জানান। তাঁরা আরো বলেন, বিশ্বের ধনী রাস্ট্রগুলোর অধিক পরিমান নিঃসরিত কার্বনে জলবায়ু ক্ষতিগ্রস্থ অনুন্নত রাস্ট্রগুলো জলবায়ু ঋন নয় জলবায়ু ক্ষতিপূরনের অর্থায়ন দাবি করেন। উল্লেখ্য যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের অন্যায্য নীতির বিরুদ্ধে বিশ্বব্যাপী “ক্ষতি বন্ধ করো! ঋণ বাতিল করো! ক্ষতিপূরণ ও ন্যায়সঙ্গত রূপান্তর এখনই!” শীর্ষক বৈশ্বিক কর্মসপ্তাহের (১৩–১৮ অক্টোবর ২০২৫) সঙ্গে সংহতি জানিয়ে দেশব্যাপী কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ঋণের ফাঁদ থেকে মুক্তি, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, এবং গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য ন্যায্য অর্থনৈতিক কাঠামো গঠনের দাবি জোরদার করা। এই প্রেক্ষিতে আজকের এই প্রতিবাদী নৌ মাননববন্ধন।

উক্ত নৌ মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়া কর্মী, জেলে ও প্রান্তিক জনগোষ্ঠীরা সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

Newslinks:

Please follow and like us: