পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা),লবণ,মৎস্য ও কৃষি কল্যাণ সমিতি,উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপ এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ এর যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় পেকুয়া উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পেকুয়া প্রেসক্লাবে এসে এক পথসভায় মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, পেকুয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের মুজিবুল হক চৌধুরী,ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ পেকুয়া উপজেলা কোঅর্ডিনেটর পরিবেশ কর্মী দেলওয়ার হোসাইন, লবণ, মৎস্য ও কৃষি কল্যাণ সমিতি রাজাখালী ইউনিয়ন শাখার সভাপতি আবদুল হালিম, উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের টিম লিডার ছাদেকুর রহমান।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যগন উপস্থিত ছিলেন।


