আলোচনা সভা, সম্মাননা ও সাংস্কৃতিক পরিবেশনায় পরিবেশ আন্দোলনের অঙ্গীকার

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ জানুয়ারি ২০২৬, রবিবার ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে জলবায়ু ন্যায্যতা সমাবেশ–২০২৫ সফলভাবে বাস্তবায়নে দায়িত্ব পালনকারী সমন্বয়ক ও সহ-সমন্বয়কদের সনদপত্র প্রদান করা হয়।

পরিবেশ রক্ষায় জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মুজিবুর রহমান হাওলাদার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ধরা ও আহ্বায়ক, জলবায়ু ন্যায্যতা সমাবেশ–২০২৫। তিনি বলেন, উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস হলে শেষ পর্যন্ত সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। নদী-নালা, খাল-বিলসহ পাবলিক প্রোপার্টি রক্ষায় রাষ্ট্র ও জনগণের সম্মিলিত দায়িত্ব পালনের ওপর তিনি জোর দেন।

বিশেষ অতিথি জনাব এম এস সিদ্দিকী, সহ-আহ্বায়ক, ধরা ও বেসরকারি উপদেষ্টা, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বলেন, পরিবেশ দূষণ মোকাবেলায় তরুণদের সক্রিয় ও সচেতন ভূমিকা অপরিহার্য।

ধরা’র কার্যক্রম দেশ-বিদেশে সম্প্রসারিত

ধরা ও জলবায়ু ন্যায্যতা সমাবেশ–২০২৫-এর সদস্য সচিব শরীফ জামিল প্রেজেন্টেশনের মাধ্যমে সংগঠনটির স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের কার্যক্রম তুলে ধরেন। তিনি জানান, জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৩-এর ঘোষণাপত্রের দাবির ধারাবাহিকতায় ‘ধরা’ প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এটি দেশ-বিদেশে পরিবেশ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে।

ধরা’র নেতৃবৃন্দের উপস্থিতি

অনুষ্ঠানে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর বিভিন্ন আঞ্চলিক ও ইস্যুভিত্তিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, সমন্বয়ক, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পেকুয়া; মেজবাহ উদ্দিন মান্নু, সংগঠক, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), কলাপাড়া; জিয়াউর রহমান, সমন্বয়ক, যমুনা রক্ষায় আমরা; মো. নূর আলম শেখ, সমন্বয়ক, সুন্দরবন রক্ষায় আমরা এবং বীর মুক্তিযোদ্ধা ও গেরিলা লিডার ’৭১ এস এম শফিকুল ইসলাম, সদস্য, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।

তরুণ ও আঞ্চলিক নেতৃত্বের অংশগ্রহণ

অনুষ্ঠানে ধরা’র বিভিন্ন আঞ্চলিক সংগঠনের সমন্বয়ক ও সংগঠকরা পরিবেশ সংকট মোকাবেলায় স্থানীয় আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি তরুণ জলবায়ুকর্মীরা পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ভূমিকা ও করণীয় বিষয়ে মতামত ব্যক্ত করেন।

সাংস্কৃতিক পরিবেশনায় পরিবেশের বার্তা

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। অসিত আচার্যের নির্দেশনায় “কুবের মাঝি” মূকাভিনয় পরিবেশন করেন আন্তর্জাতিক মূকাভিনয় শিল্পী শাহরিয়ার শাওন। এছাড়া পাপেট শো, নাটক ‘কাঁদে ধরিত্রী’ ও সংগীত পরিবেশনা পরিবেশ আন্দোলনের বার্তাকে আরও শক্তিশালী করে তোলে।

পরিবেশবাদী সংগঠন, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি শক্তিশালী পরিবেশ আন্দোলনের মিলনমেলায় পরিণত হয়।

Please follow and like us: