২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ঢাকার কামরাঙ্গীরচরে হাজী আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয়ে বিশ্ব নদী দিবস উপলক্ষে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতাটি আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, এবং বুড়িগঙ্গা নদী মোর্চা। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইবনুল সাইদ রানা (চেয়ারম্যান, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশান), প্রধান অতিথি ছিলেন ড. মুজিবুর রহমান হাওলাদার (সাবেক চেয়ারম্যান, জাতীয় নদী রক্ষা কমিশন)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিভার বাংলা’র সম্পাদক ফয়সাল আহমেদ, ওয়াটারকিপার্স বাংলাদেশ এর গবেষনা প্রধান, ইকবাল ফারুক।
অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১০:৩০ টায়। পুরস্কার বিতরণের আগে, অতিথিরা নদী রক্ষার গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন, যা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে। পরে, অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সার্টিফিকেট তুলে দেন। নদী রক্ষার এই উদ্যোগকে আরো বেগবান করতে অংশগ্রহণকারীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।