১৪ জুলাই ২০২৪ ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ (বিপিআই), ওয়াটারকিপার্স বাংলাদেশ, মিশন গ্রিন বাংলাদেশ এর আয়োজনে মহেশখালী পৌরসভার দঃপুটিলা খালেদ বিন ওয়ালিদ রাঃ মাদরাসার মাঠে সংগঠনের মহেশখালীর আহ্বায়ক, মহেশখালী উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক জে এইচ এম ইউনুসের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক আজিজ সিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও এবং সহকারী কমিশনার ভূমি জনাব তাজবীর হোসেন, উপস্থিত ছিলেন ধরার মহেশখালীর যুগ্ম আহ্বায়ক মহেশখালী উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক আ ন ম হাসান,সাংবাদিক শাহাবুদ্দিন সিকদার, হামিদ হোসেন, সাংবাদিক শেখ আব্দুল্লাহ, খালেদ বিন ওয়ালীদ রাঃ মাদরাসার পরিচালক, মাওলানা এনামুল করিম,যুব খেলাফত মহেশখালীর সাধারণ সম্পাদক, আয়েশা সিদ্দিকা রাঃ ইসলামিয়া বালিকা মাদরাসার সিনিয়র শিক্ষক, মাওলানা আদনান সাফারি, যুব খেলাফত মহেশখালীর সাংগঠনিক সম্পাদক, ধরার সদস্য রহমতুল্লাহ মনু সহ বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত শিক্ষক, সাংবাদিক, সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। উদ্বোধন শেষে প্রধান অতিথি নারিকেল গাছ সহ বিভিন্ন শ্রেনীর গাছের ৩ শত চারা বিতরণ করেন।

Please follow and like us: