বিশ্ব নদী দিবস উপলক্ষে আলোচনা ও পরিবেশ বিষয়ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর বেলা ১১ টায়
বাড্স কেজি এন্ড হাই স্কুল
প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ধরিত্রী রক্ষায় আমরা ( ধরা) , প্ল্যানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জ ও খোয়াই রিভার ওয়াটারকিপার এই কর্মসূচির আয়োজন করে।
কবি ও পরিবেশ সংগঠক তাহমিনা বেগম গিনি’ র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিবেশ সংগঠক অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ ও বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।
প্লানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জের সমন্বয়কারী সজীব চন্দ্র গোপ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাহমুদা আক্তার, জেরিন খানম স্বর্ণা, রাদিয়া আবেদীন মাইশা প্রমুখ।
বিশ্ব নদী দিবস ২০২৩ উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের জন্য নদী বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রতিযোগিতায় উল্লেখ্যযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

News Link:

Please follow and like us: