বরগুনার তালতলীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ণমালা উৎসব ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পায়রা নদী ইলিশ রক্ষা কমিটি এবং তালতলী চারুকলা একাডেমি-এর যৌথ আয়োজনে এই প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় শিশুরা মাতৃভাষা দিবসের গান থেকে নির্বাচিত অংশ হাতে লিখে এবং ক্লে মাটি দিয়ে বিভিন্ন বর্ণমালা তৈরি করে তাদের সৃজনশীলতা প্রদর্শন করে।
তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম এবং তালতলী প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন এসসিএমএফ (এসডিএফ) প্রকল্পের ক্লাস্টার অফিসার মোস্তাফিজার রহমান, উপজেলা স্কাউটস কমিশনার আ. মজিদ জোমাদ্দার, সহকারী শিক্ষক লুৎফুননাহার সোনিয়া, মারুফা আক্তার মুক্তা ও শামীমা নাসরিন, ফয়সল আহমেদ, তালতলী চারুকলা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক রফিকুল ইসলাম অন্তর, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান এবং সাংবাদিক ও পরিবেশ সংগঠক এম. মিলন ও মোস্তাফিজ।










News Links: