বিভিন্ন গণধ্যম সুত্রে আমরা জেনেছি, ঢাকার অন্যতম বৃহৎ সবুজ এলাকা ওসমানী উদ্যানের মধ্য দিয়ে রাস্তা নির্মাণের সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গাছ কেটে পার্ক ধ্বংশ করে পরিবেশ বিনষ্টকারী এ ধরনের পরিকল্পনায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন “ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)” এর পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি।
নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবিদদের মতামত উপেক্ষা করে ২৪ একরের এই ঐতিহ্যবাহী পার্কে রাস্তা নির্মাণ করা হলে ঢাকার পরিবেশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। এটি রাজধানীর অক্সিজেন সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র, যা ইতোমধ্যে আধুনিকায়ন প্রকল্পের নামে সাত বছর ধরে জনসাধারণের জন্য বন্ধ রয়েছে।
আমরা লক্ষ্য করেছি, এর আগেও শহরের গুরুত্বপূর্ণ সবুজ এলাকা ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনোয়ারা উদ্যান, হাতিরঝিল, এবং পান্থকুঞ্জ পার্কে উন্নয়নের নামে গাছ কেটে ফেলা হয়েছে, যার ফলে ঢাকার পরিবেশগত ভারসাম্য আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সিদ্ধান্ত ঢাকাকে আরও ধূলিময়, দূষিত ও বাসযোগ্যতার দিক থেকে ঝুঁকির মধ্যে ফেলেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে একটি দল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে স্থান পরিদর্শন করেছে। রাস্তা নির্মাণের ফলে কয়েক ডজন বিরল ও প্রাচীন গাছ কাটা পড়বে, যা উদ্যানের মূল নকশায় অন্তর্ভুক্ত ছিল না।
আমরা মনে করি, সরকারি যানবাহনের জন্য ২০-তলা বিশিষ্ট পার্কিং লট তৈরির সিদ্ধান্ত এবং এর ফলে সৃষ্ট যানজট নিরসনের জন্য রাস্তা নির্মাণের এই উদ্যোগ অগ্রহণযোগ্য। পরিবেশগত ও নগর ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে এটি চরম বিপর্যয় ডেকে আনবে। এ অবস্থায় ওসমানী উদ্যানের মতো গুরুত্বপূর্ণ সবুজ এলাকা ধ্বংস করা হলে ঢাকার পরিবেশ প্রতিবেশ আরো এক দফা হুমকির সম্মুখীন হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, প্রতিটি শহরবাসীর জন্য কমপক্ষে ৯ বর্গমিটার খোলা স্থান থাকা উচিত, কিন্তু ঢাকায় বর্তমান পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। শহরের ২৬৫টি পার্কের মধ্যে মাত্র ৪২টি কোনোরকমে টিকে আছে।
ঢাকার পরিবেশ-প্রতিবেশ রক্ষায় আমাদের দাবিঃ
১) পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে অবিলম্বে ওসামানী উদ্যান ধ্বংসের এই প্রকল্প বাতিল করতে।
২) অবিলম্বে পান্থকুঞ্জ ও শহীদ আনোয়ারা উদ্যানসহসহ ঢাকার সকল পার্ক ধ্বংসকারী উন্নয়ন প্রকল্প বাতিল করে পার্ক ফিরিয়ে দিতে হবে।
৩) অবিলম্বে পরিবেশ-প্রতিবেশ ধ্বংসকারী প্রকল্পের সাথে যুক্তদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
একই সাথে, শহরের সবুজায়ন ও পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের জন্য টেকসই ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
বার্তা প্রেরক
শরীফ জামিল
সদস্য সচীব, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)
News Link: