ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের যৌথ আয়োজনে আজ ২ ফেব্রুয়ারি ২০২৫, রবিবার বাগেরহাটের মোংলা এবং জামালপুরে “বিশ্ব জলাভূমি দিবস ২০২৫” উদযাপিত হয়।
“রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ কর, সুন্দরবন জলাভূমি রক্ষা কর” এই শ্লোগানকে ধারণ করে সকাল ১১ টায় বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মোংলার দিগরাজ বিলে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপারের যৌথ আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ধরা- মোংলা’র নেত্রী কমলা সরকার, নাজমুল হক, আব্দুর রশিদ হাওলাদার, সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা হাছিব সরদার, ছবি হাজরা, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মারুফ বিল্লাহ, মেহেদী হাসান প্রমূখ।
এদিকে, বিশ্ব জলাভূমি দিবস ২০২৫ উপলক্ষে জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল জলাভূমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরা। সকাল ১১টায় উপস্থিত সকলে জলাভূমি সংরক্ষণের প্রতিজ্ঞা গ্রহণ করেন এবং পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেন।
স্থানীয় সমাজসেবক জনাব মোঃ আমির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে আরো বক্তব্য রাখেন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক মো. খোরশেদ আলম, প্রত্যাশা সমাজ উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক ডা. মোঃ নেহাজ উদ্দিন মাইজভান্ডারি, জামালপুর জেলা টিআইবি’র প্রতিনিধি আরিফুল ইসলাম, ডাঃ মোঃ শফিকুল ইসলাম আযাদ খান এবং নানান শ্রেণী-পেশার মানুষ।







Newslink: