আজ ৩১ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)- চকরিয়া “ চকরিয়ার পাহাড় কাটা, বালি উত্তোলন, তামাক চাষ, প্যারাবন নিধন, ভয়াবহ পরিবেশ বিপর্যয় ও মাতামুহুরি নদী দখল ও দূষণ রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা” এর আয়োজন করে।

আলোচনা সভায় ধরা’র কেন্দ্রিয় সদস্য সচিব শরীফ জামিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরা- কক্সবাজারের আহ্বায়ক ও কেন্দ্রিয় আহ্বায়ক কমিটির সদস্য ফজলুল কাদের চৌধুরী; চুনতি রক্ষায় আমরা এর আহবায়ক সানজিদা রহমান, ধরা- কক্সবাজারের সদস্য সচিব সাংবাদিক ফরিদুল আলম শাহীন প্রমূখ।