রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় শহীদ বুদ্ধিজীবী সেতুর নিচে নির্মিত ওয়াকওয়ের ত্রুটিপূর্ণ অংশ অপসারণের দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে বছিলা পুরাতন প্রাইমারি স্কুলের পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ওয়াকওয়েটিকে নদীর পাড়ে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকা বিনষ্টকারী উল্লেখ করে দ্রুত এর অপসারণের দাবি জানান।
ধরা’র সদস্য সচিব শরীফ জামিলের সভাপতিত্বে এবং নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরা’র উপদেষ্টা ও নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।
সভায় আরও বক্তব্য রাখেন রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ, ইআরডিএ’র নির্বাহী পরিচালক মনির হোসেন চৌধুরী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, এবং মিশন গ্রীন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি।
এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন সাগরিকা, সাইফুল ইসলাম, বছিলা মসজিদের খতিব এনামুল হক, কবির হোসেন, শহিদুল ইসলাম, ইমরানুল হক ইমন, রনজিত, হাজীনূর মোহাম্মদ ও মোহাম্মদ লাল। এছাড়া পরিবেশকর্মী, সাংবাদিক এবং বসিলা এলাকার বাসিন্দারাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।















News Link: