২১ নভেম্বর বিকাল ৪টায় ধরিত্রীর রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটার কিপারস বাংলাদেশের আয়োজনে বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট বাজারে “বনজীবী ও সমুদ্রগামী জেলেদের জীবন জীবিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা তালতলীর খাল ভরাট হয়ে যাওয়া, কৃষি উৎপাদনে বাধা, সমুদ্রগামী জেলেদের জন্য সিগন্যাল বাতির প্রয়োজনীয়তা, এবং পায়রা ও বিষখালী নদীতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রভাবে মাছ কমে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলার সখিনা বনবিটের বিট কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন। এছাড়াও, ওয়াটার কিপারস বাংলাদেশের গবেষণা প্রধান মোঃ ইকবাল ফারুক এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় দুই শতাধিক বনজীবী, জেলে এবং কৃষক তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধানের দাবি জানান।