২০ নভেম্বর বুধবার বিকাল ৪টায় বরগুনা সদর উপজেলার এমবালিয়াতলী ইউনিয়নের লতাকাটা জেলে সমবায়ের সমিতি প্রাঙ্গনে ধরিত্রীর রক্ষায় আমরা (ধরা) এবং ওয়াটার কিপারস বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত জেলে ও কৃষকদের জীবন-জীবিকা সংকট ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলে ও কৃষকরা পায়রা নদীর তাপ বিদ্যুৎ কেন্দ্রের কারণে মাছের সংখ্যা কমে যাওয়া, ফসল উৎপাদন হ্রাস পাওয়া, এবং নারিকেল-সুপারির ফলন কমে যাওয়ার মতো নানা সমস্যার কথা তুলে ধরেন। তারা এসব সংকটের সমাধানে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটার কিপারস বাংলাদেশের গবেষণা প্রধান মোঃ ইকবাল ফারুক, ধরা’র বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, এবং লতাকাটা জেলে সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান। সভাপতিত্ব করেন সমিতির সিনিয়র সদস্য মোঃ আব্দুল আজিজ।

আলোচনা সভায় প্রায় আড়াই শতাধিক জেলে ও কৃষক অংশ নেন। তারা তাদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো শেয়ার করে সমাধানের পথে এগিয়ে যেতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন