১৮ নভেম্বর ২০২৪ পটুয়াখালীর কলাপাড়ায় বানাতিবাজার ব্রিজ সংলগ্ন বালিয়াতলীতে স্লুইস খালের নিয়ন্ত্রণ প্রকৃত কৃষকের কাছে হস্তান্তরের দাবিতে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বালিয়াতলী ইউনিয়নসহ কলাপাড়ার সকল স্লুইস খালের নিয়ন্ত্রণ কৃষকের হাতে তুলে দেওয়া, স্লুইস খালের জন্য সরকারিভাবে খালাসি নিয়োগ পুনরায় চালু করা এবং মাছ চাষের নামে স্লুইস খাল লিজ দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবি জানান। প্রভাবশালীদের দ্বারা স্লুইস খালের অপব্যবহারে কৃষিকাজে ভয়াবহ সমস্যা সৃষ্টি হচ্ছে, কখনও জলাবদ্ধতা, আবার কখনও লোনা পানির প্রবেশ কৃষি উৎপাদন ব্যাহত করছে। কৃষি ও কৃষকের স্বার্থে দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়