হাজার হাজার মানুষ আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের কাছে একটি নতুন জলবায়ু অর্থায়ন লক্ষ্য নির্ধারণ এবং জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত অবসর গ্রহণের জন্য দাবি জানিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ কর্মে অংশগ্রহণ করেছে। বাকুতে অনুষ্ঠিত এই বিক্ষোভের পাশাপাশি বিশ্বের ২৪টি দেশ ও ৩০টিরও বেশি শহর ও প্রদেশে ১৫০টিরও বেশি সমন্বিত গণ-কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই গণ-কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, সকাল ৯টায় ঢাকাসহ উপকূলীয় ৭ জেলার ১০টি স্থানে একযোগে সমাবেশ ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জলবায়ু ন্যায্যতার দাবিতে এই সমাবেশ ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। এটি যৌথভাবে আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি), এশিয়া এনার্জি নেটওয়ার্ক (এইএন), বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব।
ধরার প্রচার সমন্বয়ক মামুন কবীরের সঞ্চালনায় এবং ধরার সংগঠন সমন্বয়ক ও নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানার সভাপতিত্বে এই সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরার নেতা ও রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ। এ সময় আরও বক্তব্য রাখেন ওয়াটারকিপার্স বাংলাদেশের গবেষণা প্রধান মো. ইকবাল ফারুক, সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুব্বুস, তুরাগ নদী মোর্চার নেতা লাল মিয়া, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি মো. তাওহীদুর রহমান।
ইবনুল সাঈদ রানা বলেন, “আমরা যখন এখানে জলবায়ু ন্যায্যতার কথা বলছি, তখন আমাদের কথাগুলো আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে পৌঁছে যাচ্ছে। আমরা পশ্চিমা উন্নত দেশগুলোর উন্নয়নের ফল ভোগ করছি। আমরা আমাদের কারণে ক্ষতিগ্রস্ত হইনি; তোমাদের উন্নয়নের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছি। তোমাদের দ্বারা সৃষ্ট ক্ষতির দায়ভার তোমাদেরই নিতে হবে। এটি ঋণ হিসেবে নয়; জলবায়ু তহবিলে নিঃশর্ত ক্ষতিপূরণ দিতে হবে।”
ফয়সাল আহমেদ বলেন, “জলবায়ু অভিঘাতের সবচেয়ে বড় শিকার বাংলাদেশের জনগণ। উপকূলের মানুষের দিকে তাকান; তাদের দুর্ভোগ বোঝা যাবে। নারী-শিশুরা নানান রোগে আক্রান্ত হচ্ছে। চিকিৎসা পাচ্ছে না। সুপেয় পানির অভাবে ভুগছে। তাদের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে, সমুদ্রে বিলীন হচ্ছে। বাধ্য হয়ে উদ্বাস্তু জীবন বেছে নিচ্ছে। এসবের জন্য দায়ী উন্নত দেশগুলো। তাদেরই দায়ভার নিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে।”
মো. ইকবাল ফারুক বলেন, “আমরা বৈশ্বিক জলবায়ু ন্যায্যতার দাবি জানাই। কার্বন নির্গমন বন্ধের আহ্বান জানাই। কারণ, কার্বন নির্গমন বন্ধ না হলে তহবিলের অর্থ দিয়ে ক্ষতির পূরণ সম্ভব হবে না। বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা জরুরি।”
মামুন কবীর বলেন, “উত্তরের দেশগুলোর ২০০ বছর ধরে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফল আমরা ভোগ করছি। দক্ষিণের উপকূলীয় অঞ্চলের দেশগুলো পৃথিবী বাঁচাতে কার্বন নির্গমন কমাতে হবে এবং জীবাশ্ম জ্বালানির বদলে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর করতে হবে।”
আমিনুল ইসলাম টুব্বুস বলেন, “আমরা সাইকেল চালাই, পরিবেশ দূষণ করি না, জীবাশ্ম জ্বালানি পোড়াই না। আমরা নিরাপদ সাইকেল চালানোর জন্য সাইকেল লেন বাস্তবায়নের দাবি জানাই।”
সমাবেশ শেষে জলবায়ু তহবিলে অর্থায়ন, জীবাশ্ম জ্বালানি বন্ধ, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, বিশ্বব্যাপী যুদ্ধ ও গণহত্যা বন্ধ এবং জলবায়ু ন্যায্যতার দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে এক বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার শাহবাগে শেষ হয়।
একই সময়ে মোংলা (বাগেরহাট), পেকুয়া ও কুতুবদিয়া (কক্সবাজার), চাটমোহর (পাবনা), কলাপাড়া (পটুয়াখালী), হবিগঞ্জ সদর, এবং তালতলী, পাথরঘাটা ও বরগুনা সদর উপজেলায় জলবায়ু ন্যায্যতার দাবিতে সমাবেশ ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।



















Source:
- dailyuttorpurbo
- ejalalabad
- viewnews71
- koranginews24
- habiganj-samachar
- suprobhatmichigan
- youtube
- newszonebd
- dailyjalalabad
- bangladeshtoday\
- banglanews24.
- sylhetview24
- .habiganj24.
- .kalerkantho
- samakal
- samakal
- prothomalony.
- padmabulletin.
- dailybhorerdak
- facebook.
- facebook.
- ctgbulletin
- newstoday24
- ctgbulletin
- .jagonews24
- .rupalibangladesh
- coxsbazarnews
- songkalponews
- somoyjournal
- banijjoprotidin
- banglascoop
- pratidineralo
- barta24
- dailyjanakantha
- dainikrupalisaikat
- youtu.be
- .dailyjanakantha
- .chatgarsangbad.
- climatejournal24
- dainikamadershomoy
- dainikjanmobhumi
- khoborsangjog
- banglarchokh
- dailyganomukti
- bangladeshpost
- somoykontho
- dhakapost
- youtu.be
- jagonews24
- greentime
- khaborerkagoj
- bd-pratidin