৩০ আগষ্ট ২০২৪ খ্রীস্টাব্দে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের খোলার পার এলাকার মৎসজীবী সম্প্রদায় ও সাধারণ মানুষদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩ঘটিকায় চতলা বিলের পারে জেলে ও সাধারণ
মানুষের জীবনমান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চতলাবিলের পারে খলিয়ার পাড়া ,মেষ্টা জামালপুরে উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ লুৎফুর রহমান, সদস্য, বীর মল্লিকপুর মৎস্যজীবী সমিতি লিঃ এর সভাপতিত্বে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) জামালপুর ও ওয়াটার কিপার বাংলাদেশের আয়োজনে সভায় সঞ্চালনা করেন জনাব মোঃ এনামুল হক প্রধান নির্বাহী সমাজ উন্নয়নে প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) ও ধরা জামালপুর প্রতিনিধি।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব মোঃ মশিউল আলম, কলামিষ্ট ও গবেষক তার বক্তব্যে চতলা বিলের অতিত ঐতিহ্য ও এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ আমির উদ্দিন, শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতা, তিনি “জাল যার জেলা তার” এ বিষয়ে ও চতলাবিলের উন্নয়নে করনিয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে শতাধিক মৎস্যজীবী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
Source: Daily BD Bangla