অন্তর্বর্তীকালীন সরকারকে ধরা’র শুভেচ্ছা ও অভিনন্দন
গতকাল ৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে। ১৭ সদস্যবিশিষ্ট নতুন এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী বরেণ্য অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এবং অন্যান্য উপদেষ্টাগণ দায়িত্ব গ্রহণ করায় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে গঠিত হয়েছে এই সরকার। আমরা ধরা’র পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপামর ছাত্র-জনতাকে, যারা এই গণ-অভ্যুত্থানকে সফল করেছেন। সেইসাথে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি অভ্যুত্থানে নিহত সকল বীর শহীদকে। পাশাপাশি এই গণ-অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার দ্রুত সুস্থতা কামনা করি।
জাতির এই ক্রান্তিকালে রাষ্ট্র সংস্কার, বৈষম্য দূরীকরণ, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করার প্রত্যয়ে শপথ গ্রহণ করা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ও অংশগ্রহণকারী সাধারণ মানুষের চেতনা, আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলনে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি।
আমরা অন্তর্বর্তীকালীন এই সরকারের সাফল্য কামনা করি।
Source: Sarabangla