আগামীকাল ৩ মে ২০২৪, শুক্রবার, বিকাল ৫:৩০ মিনিটে টংবাবতী নদী রক্ষায় আমিরাবাদের দখল ও দূষণ বন্ধ এবং চরম্বা রাবার ড্যাম উচ্ছেদের দাবিতে চট্গ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ রাজঘাটা ব্রিজ এলাকায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং চুনতি রক্ষায় আমরা যৌথ আয়োজনে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে উক্ত মানববন্ধনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
