৩ মার্চ ২০২৪ বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এর যৌথ উদ্যোগে দেশের সাতটি স্থানে মানবন্ধন, র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
‘পৃথিবীর অস্তিত্বের জন্য প্রাণীকূল বাঁচাই’ এই প্রতিপাদ্য সামনে রেখে রবিবার দিনব্যাপি পটুয়াখালির কলাপাড়া, বরগুনার পাথরঘাটা, তালতলী ও বরগুনা সদর উপজেলা, বাগেরহাটের মংলা এবং কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালীতে স্থানীয় পরিবেশগত সমস্যাকে তুলে ধরে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসব আয়োজনে বক্তাদের আলোচনায়- পাহাড়, বনাঞ্চল কৃষিজমি ও উপকূলের জলাশয় ভরাট করে শিল্পকারখানা নির্মাণ, সোনাদিয়া দ্বীপে অবৈধ স্থাপনা নির্মাণ, সুন্দরবন ও টেংরাগিরি রিজার্ভ ফরেস্ট সংলগ্ন এলাকায় শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের কারণে মানুষ ও যানবাহনের যাতায়াত বৃদ্ধি, লবণাক্ততা বেড়ে যাওয়া, সুপেয় পানির সংকটসহ নানাবিধ বিষয় উঠে আসে।
২০১৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়। তখন থেকেই বাংলাদেশসহ সারা পৃথিবীব্যাপি এই দিবসটি পালন করা হয়। বন্যপ্রাণী ও উদ্ভিদকূলের নিরাপত্তা ও সংরক্ষণে এই দিনে পরিবেশ সচেতন ব্যক্তি ও সংগঠন নানান কর্মসূচীর মাধ্যমে বিভিন্ন দাবি জানায়।
News Links: ATN News, DBC News, Top of Form
Bvnews24, banglatribune, Jugantor, Dhakareport, bd-pratidin, banglatribune, bhorerkagoj, sarabangla.net, Jaijaidin, khoborsangjog, bonikbarta, Fn1, Jaijaidin, boishakhionline, protidinersangbad, dailysokalersomoy, amadershomoy, enews71, khoborerkagoj, asiantvonline, Voiceofbarishal, desh.tv, starsangbad, dailymatobad, poribeshtv, Prothomalo, DainikRupalisaikat, bdworld, bbarta24, Bangla24, Cnnbangla, ChannelSNews