২ ফেব্রুয়ারি, ২০২৪, বিশ্ব জলাভূমি দিবসে ঢাকাসহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর  উদ্যোগে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় “বাংলাদেশের নদ-নদী রক্ষায় প্রতিবন্ধকতাঃ প্রেক্ষিত সোনাই” শীর্ষক সংবাদ সম্মেলন, বিষ প্রয়োগে মাছ নিধন ও জলাবয়ু সংকট থেকে সুন্দরবন জলাভূমি রক্ষার দাবিতে মোংলায় মানববন্ধন, উপকূলের প্যারাবন রক্ষার দাবিতে কুতুবদিয়ায় মানববন্ধন, সকল জলাশয় পুনরুদ্ধারের দাবিতে শেরপুর ও জামালপুরে মানববন্ধন, পৌর শহরের সকল জলাভূমি উদ্ধারের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন, জলমহাল ইজারা বাতিল, জমির টপ সয়েল কাটিং বন্ধের দাবিতে কক্সবাজারের চকরিয়াতে মানববন্ধন, পুরাতন খোয়াইসহ হবিগঞ্জের সকল জলাশয় রক্ষার দাবিতে মনববন্ধন সহ দেশের বিভিন্ন জায়গায় স্থানীয় সমস্যা বিষয়ে স্থানীয় এলাকাবাসীকে সাথে নিয়ে ধরিত্রী রক্ষায় আমরা ও অন্যান্য সংগঠন সারাদেশে দিবসটি পালন করে।

News Links:

হবিগঞ্জ- Prothomalony, Sylhetvoice, Sylhetvoice,

মোংলা- Protidinersangbad, Dailybhorerdak. Janobani, U71news,

পাথরঘাটা- somoyerkantho, Banglanews24, Barishaltimes, Jaidaidinbd, Barishaltimes

কুতুবদিয়া- Jaijaidin,

মহেশখালী – Dailyagamirsangbad