এপ্রিল ২০২৫, বৃহষ্পতিবার, হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-র উদ্যোগে “হবিগঞ্জের পরিবেশ সংকট ও সামাজিক আন্দোলন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা পুরাতন ও বহমান খোয়াই নদী দখলমুক্তকরণ, কুশিয়ারা, করাঙ্গি, সোনাই, শাখা বরাক, এরাবরাকসহ অন্যান্য নদীতে অপরিকল্পিত বালু ও মাটি উত্তোলন এবং খনন প্রতিরোধ, শিল্প দূষণ রোধ ও হাওর, পাহাড়, বনাঞ্চল ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে শক্তিশালী ও নিরপেক্ষ নাগরিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ ও নাগরিক আন্দোলনের অন্যতম সংগঠক অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. শওকত হোসেন, বৃন্দাবন কলেজের সাবেক ভিপি ও যুক্তরাজ্যের কমিউনিটি নেতা নাজমুল আজিজ জুবায়ের এবং সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট শাখার সদস্য সচিব আব্দুল করিম কিম।

সভায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল “ধরা”-এর হবিগঞ্জ শাখা গঠনের জন্য একটি উপদেষ্টা ও আহ্বায়ক কমিটির প্রস্তাব রাখেন, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদকে সভাপতি করে ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, ঢাকাস্থ হবিগঞ্জ সমিতির সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, সরকারি মহিলা কলেজের (অব.) অধ্যক্ষ ও গবেষক জাহান আরা খাতুন, বৃন্দাবন সরকারি কলেজের (অব.) অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী, সাবেক উপসচিব ও গবেষক শেখ ফজলে এলাহী এবং আলিয়া ছড়া খাসিয়া পুঞ্জির মন্ত্রী টিয়ান তং পেয়ার।

তাহমিনা বেগম গিনিকে আহ্বায়ক, পরিবেশকর্মী তোফাজ্জল সোহেলকে সদস্য সচিব এবং এডভোকেট শামীম পারভিন ও নাট্যকার সিদ্দিকী হারুনকে যুগ্ম সদস্য সচিব করে ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।