ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ বরগুনা শাখার আয়োজনে “উপকূলের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে স্থানীয় নেতৃত্ব বিকাশ”-শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। ২১আগস্ট, ২০২৫খ্রি: হোটেল গ্রীন ভিউ ইন্টারন্যাশনালের হল রুমে দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন ধরা’র কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব শরীফ জামিল, ধরার সিলেট হবিগঞ্জ শাখার সদস্য সচিব তোফাজ্জল সোহেল, ধরার কক্সবাজার শাখার সমন্বয়ক দেলোয়ার হোসেন, ওয়াটারকিপার্স বাংলাদেশের গবেষক ইকবাল ফারুক, ধরা’র বরগুনা শাখার আহ্বায়ক ডাঃ আজমেরী বেগম, সদস্য সচিব মুশফিক আরিফ, সদস্য মোস্তাক আহমেদ, ধরা তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান, পাথরঘাটা শাখার সমন্বয়ক শফিকুল ইসলাম খোকন প্রমুখ। বরগুনার উপকূলীয় এলাকার জনপ্রতিনিধি, জেলে পল্লী ও কৃষক প্রতিনিধিগণ এ কর্মশালায় উপস্থিত ছিলেন





