ধরা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের আয়োজনে বরগুনায় দিনব্যাপী পরিবেশ বিষয়ক স্কুল ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান
ধরিত্রী রক্ষায় আমরা এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ আয়োজনে বুধবার (৭ মে) বরগুনা শহরের কলেজ রোডে সানবীম স্কুলে দিনব্যাপী পরিবেশ বিষয়ক বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সকালে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বরগুনার খাকদোন নদী ও ভাড়ানী খালের দখল এবং দূষণের চিত্র তুলে ধরে সানবীম স্কুলের শিক্ষার্থীরা। অপরদিকে “জীবাশ্ম জ্বালানি নয়, একমাত্র নবায়নযোগ্য জ্বালানিই পারে জলবায়ু পরিবর্তন রুখতে” উল্লেখিত বিষয়ের উপর স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় এবং আলহাজ্ব আব্দুল করিম মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল বরগুনা কলেজের মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পক্ষ দল আলহাজ্ব আব্দুল করিম মডেল হাই স্কুল রানার আপ হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে ২৭০ জনেরও অধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতা এবং স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র বরগুনা শাখার আহ্বায়ক ডাক্তার আজমেরী বেগম। প্রধান অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ সানবীম স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রতাপ চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সিনিয়র অ্যাসিস্টেন্ট অ্যাডমিন অফিসার শাহরিয়ার শাওন, ধরা বরগুনা শাখার সদস্য এডভোকেট শফিকুল ইসলাম নেছার, মোস্তাক আহমেদ, মনোয়ার হোসেন, সানবীম স্কুলের অধ্যক্ষ কাজী সাজ্জাদ হোসাইন, বরগুনা ক্রিকেট আম্পায়ারস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হারুন অর রশিদ রিঙ্কু, ধরা’র বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, ধরা’র সদস্য মোঃ আল আমিন, ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি রাসেল মাহমুদ প্রমুখ।






