২৭ সেপ্টেম্বর ২০২৫, ঢাকার সিরডাপ (CIRDAP)-এর এটিএম শামসুল হক অডিটোরিয়ামে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন  ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)  এবং  ওয়াটারকিপার্স বাংলাদেশ এরযৌথ আয়োজনে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নবায়ণযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা এবং নীতিগত সুপারিশের মধ্য দিয়ে “নবায়ণযোগ্য শক্তির রূপান্তর: চ্যালেঞ্জ ও সুযোগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও তরুণ জলবায়ু কর্মীরা অংশ নেন এবং বাংলাদেশের নবায়ণযোগ্য জ্বালানির রূপান্তরের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও নীতিগত প্রস্তাবনা উপস্থাপন করেন।

সেমিনারটির সভাপতিত্ব করেন ধরা’র উপদেষ্টা ও জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নবায়ণযোগ্য শক্তি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ, ব্র্যান্ডাইস বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র এর ড. সাজেদ কামাল

এছাড়া মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অর্থনীতি বিভাগের অধ্যাপক অধ্যাপক আনু মুহাম্মদ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সদস্য সচীব শরিফ জামিল; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, মো. আশিকুর রহমান; ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকনমিকসের সহকারী অধ্যাপক ড. শাকিলা আজিজ, ইন্সটিটিউট ফর এনার্জি ইকনমিকস অ্যান্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস (IEEFA)-এর বাংলাদেশ লিড এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম এবং তারা ক্লাইমেট ফাউন্ডেশনের বাংলাদেশ প্রোগ্রাম ডিরেক্টর ড. শওকত আরা বেগম

এছাড়া তরুন জলবায়ু সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সোহানুর রহমান, পরিচালক, ব্রাইটারস, যুবায়ের প্রতিম, লিড সেইফগার্ড এন্ড পলিসি মেকিং, ক্লাইমেট ফ্রন্টিয়ার, শামস খান, নির্বাহী পরিচালক, গ্লোবাল ল’ থিংকার্স সোসাইটি, আহসান রনি, নির্বাহী পরিচালক, মিশন গ্রীন বাংলাদেশ, আসাদুজ্জামান তুহিন, প্রতিষ্ঠাতা সভাপতি, ওএবি ফাউন্ডেশন, মাস্তুরা খাতুন, ফোকাল পয়েন্ট জেন্ডার জাস্টিস এন্ড ইকুইটি, ইয়োথ এনভায়রণমেন্ট এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।

Newslinks:

Please follow and like us: