জলবায়ু ঋণ বাতিল করার দাবিতে বরগুনায় পদযাত্রা করেছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। বৃহস্পতিবার (১৬অক্টোবর) সকাল ১০টায় বরগুনা মসজিদ মার্কেট চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে পদযাত্রা শেষ হয়। পদযাত্রায় বরগুনা সাংবাদিক ইউনিয়ন এবং ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন অংশগ্রহণ করে।

পদযাত্রায় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন, মফস্বল সাংবাদিক ফোরামের সেক্রেটারী মাহমুদ হাসান তাপস, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) বরগুনা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেক্রেটারী রাকিবুল ইসলাম রাজন, ধরা’র সদস্য মোস্তাক আহমেদ, মনোয়ার হোসেন, ওয়ালি উল্লাহ আল আমিন প্রমূখ

Newslinks:

Please follow and like us: