‘ক্ষতি বন্ধ করো! ঋণ বাতিল করো! ক্ষতিপূরণ ও ন্যায়সঙ্গত রূপান্তর এখনই! জলবায়ু ক্ষতিপূরণসহ ন্যায্যতার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের অন্যায্য নীতির বিরুদ্ধে বিশ্বব্যাপী “ক্ষতি বন্ধ করো! ঋণ বাতিল করো! ক্ষতিপূরণ ও ন্যায়সঙ্গত রূপান্তর এখনই!” শীর্ষক বৈশ্বিক কর্মসপ্তাহের (১৩–১৮ অক্টোবর ২০২৫) সঙ্গে সংহতি জানিয়ে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল দশটার দিকে পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র উদ্যোগে, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন বাস্তবায়নে বরগুনার পাথরঘাটা বলেশ্বর নদীর তীরবর্তী পদ্মা গ্রামের বুড়ির খাল এলাকায় কয়েক শতাধিক মৎস্যজীবী, কৃষকসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ঋণের ফাঁদ থেকে মুক্তি, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, এবং গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য ন্যায্য অর্থনৈতিক কাঠামো গঠনের দাবি জোরদার করা। ঋণ নয়, ক্ষতিপূরণ প্রদানের দাবি; জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থনৈতিক রূপান্তরের প্রয়োজনীয়তা; গ্লোবাল নর্থের ঐতিহাসিক দায় ও ক্ষতিপূরণের প্রশ্ন; এবং নারী, শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃত্বে টেকসই ও ন্যায়ভিত্তিক পরিবর্তন নিশ্চিত করার আহ্বান জানিয়ে কর্মসূচী পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, সিসিডিবির উপজেলা সমন্বয়কারী সুজন কুমার, স্বেচ্ছাসেবক মাইনুল ইসলাম রেজা, জেলে জামাল হোসেন, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
হাসিবুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের উপকূলে যে ক্ষতি হয় তার মধ্যে অন্যতম জেলে সম্প্রদায়। সাগরে জলোচ্ছ্বাস এবং বন্যায় ট্রলার ডুবিতে অসংখ্য জেলের মৃত্যু এবং নিখোঁজ হয়। এছাড়াও জলবায়ু পরিবর্তনের যে ক্ষতি হয় সে ক্ষতিপূরণ আসলে উপকূলের মানুষ অর্থাৎ ক্ষতিগ্রস্তারা পাচ্ছে না।
শফিকুল ইসলাম খোকন বলেন, উন্নত রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমাদের উপর জুলুম করছে এসব রাষ্ট্র। তারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ি অথচ ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। আমাদের উপর এখন তারা দয়া করে ঋণ দিতে চায়, আমরা ঋণ চাই না ক্ষতিপূরণ চাই এটা আমাদের ন্যায্য হিস্যা। উপকূল জুড়ে এখন একটাই দাবি তোলা দরকার। ঋণ নয় ক্ষতিপূরণ চাই, টেকসই উন্নয়ন চাই। ক্ষতি বন্ধ করো! ঋণ বাতিল করো! ক্ষতিপূরণ ও ন্যায়সঙ্গত রূপান্তর এখনই।





Newslinks:
- Bhorer Bani
- Manobkantho
- Payra TV
- Sonali News
- Rupali Bangladesh
- Banglascoop
- Nittokantho
- Youtube
- Nagrik TV
- Barishal Mukto Khabor
- NBP News
- Amar Sangbad
- Bonik Barta
- Daily Bangla Bhumi
- Sonali News
- Barishal Times
- Dhaka Post
- Amar Sangbad
- Voice 7news
- Talash BD
- Dainik Bnaglar Jagaron
- Dainik Rupali Saikat
- Kalerkantho
- Daily Sylhet Mirror
- Daily Janakantha
- Sylheter Dak
- Sunamganjer Khobor
- Sylhet View
- A1 News
- Boishakhi News24
- Daily Sylhet Bani
- Sylhet Sangbad
- Sylhet Voice24
- KalerKantho