১২ এপ্রিল ২০২৫, শনিবার বিকেলে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে পাবনার চাটমোহরের ডায়মন্ড হোটেলের হলরুমে “চলনবিলের পরিবেশ সংকট ও সামাজিক আন্দোালন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা’র কেন্দ্রিয় সদস্য সচিব শরীফ জামিল।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাটমোহর সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রভাষক ড.এস.এম মুক্তি মাহমুদ। আলোচনা সভায় বক্তব্য রাখেন বরেন্দ্র রক্ষায় আমরা’র সমন্বয়ক আফজাল হোসেন, সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়ক ও ধরা’র সদস্য নূর আলম, ধরা’র কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য, লাঠিটিলা রক্ষায় আমরা’র সমন্বয়ক ও সিলেট ধরা’র সদস্য সচিব আব্দুল করিম কিম, সহকারী অধ্যাপক ও দৈনিক কালবেলা পত্রিকার চাটমোহর প্রতিনিধি ইকবাল কবীর রনজু, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম মাসুদ রানা, বড়াইগ্রামের ডি.এম আলম, গুরুদাসপুরের মজিবুর রহমান মজনু, ভাঙ্গুড়ার সুইটি পারভীন, সিংড়ার ডেইজি আহমেদ, রায়গঞ্জের নিষ্কৃতি দাস, সাইফুল ইসলাম, খলিলুর রহমান প্রমুখ।
এসময় ফিরোজ হোসেন, জেষ্ঠ্য অধ্যাপক আব্দুস ছালাম, সাংবাদিক জাকির সেলিম, আতিকুর রহমান, হাবিবুর রহমান, সুজাউদ্দিন, গৌতম কুমার কুন্ডু, মাসুদুর রহমান খাঁন, আনিছুর রহমান হীরা, ফয়সাল আহমেদ, আল আমীন হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিভিন্ন কারণে চলনবিল এলাকার নদ-নদী, খাল-বিল, পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্রের উপর যে বিরূপ প্রভাব পড়ছে তার প্রতিকারে করণীয় সম্পর্কে আলোচনা করেন এবং এতদসংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আন্দোলনের প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সর্বসম্মতিক্রমে হেলালুর রহমান জুয়েলকে আহবায়ক ও মজিবুর রহমান মজনুকে সদস্য সচিব করে চলনবিল রক্ষায় আমরা’র ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চলনবিল রক্ষায় আমরা’র সমন্বয়ক জাহাঙ্গীর আলম।