আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৫ এ নদী দখল ও দূষণের প্রতিবাদে ঢাকাসহ দেশের মোট ১৮ টি অঞ্চলে নানা ধরনের প্রতিবাদী কর্মসূচির আয়োজন করে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। “আমাদের নদীগুলো আমাদের ভবিষ্যৎ” এই স্লোগানকে ধারণ করে আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের এই কর্মসূচিগুলোর আয়োজন করা হয়।

ধরা এবং স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলোর আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চলে নদী ও উপকূল রক্ষার আন্দোলনের সঙ্গে যুক্ত সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় জনগণ, মৎস্যজীবী, শিক্ষার্থী ও পরিবেশকর্মীরা এসকল কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিগুলোর মধ্যে ছিল আলোচনা সভা, মানববন্ধন, প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি, নদীর দখল-দূষণ পরিদর্শন, নদীর গল্প বলা, লিফলেট বিতরণ, নদীতে অবস্থান কর্মসূচি প্রভৃতি।

১৩ মার্চ, বৃহস্পতিবার, সকাল ১১ টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র উদ্যোগে “বাংলাদেশের নদ-নদীর বর্তমান ও ভবিষ্যৎ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধরা’র সহ-আহ্বায়ক এম এস সিদ্দিকী-এর সভাপতিত্বে এবং ধরা’র সদস্য সচিব শরীফ জামিলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ এবং মূল বক্তব্য উপস্থাপন করেন জাতীয় নদী রক্ষা কমিশন (এনআরসিসি)’র সাবেক চেয়ারম্যান, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ধরা’র উপদেষ্টা ড. মুজিবুর রহমান হাওলাদার।

১৩ মার্চ, বৃহস্পতিবার, পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দূষণ ও দখল বন্ধে ধরা,স্থানীয় সংগঠন আমরা কলাপাড়াবাসী এবং পরিবেশ বাঁচাও আন্দোলন যৌথভাবে আন্ধারমানিক নদীর পাড়ে প্রতিবাদী মানবন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহ উদ্দিন মাননু, গণমাধ্যম কর্মী অমল মুখার্জী, সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন, পরিবেশকর্মী রাসেল মোল্লা, সৈয়দ রাসেল, প্রভাষক সাঈদুর রহমান, নাজমুস সাকিব, নজরুল ইসলাম, শিক্ষার্থী সাজিদ মাহমুদ প্রমুখ।

১৪ মার্চ, শুক্রবার, বাগেরহাটের মোংলায় পশুর নদী রক্ষায় ধরা, সুন্দরবন রক্ষায় আমরা এবং পশুর রিভার ওয়াটারকিপার যৌথভাবে পশুর নদী পরিদর্শন এবং নদীতে অবস্থান কর্মসূচি পালন করে। নদী পরিদর্শন ও নদীতে অবস্থান কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়ক, পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন অধ্যক্ষ মোঃ সেলিম। এসময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশযোদ্ধা মোস্তাফিজুর রহমান মিলন, ধরা’র নেতা গীতিকার মোল্লা আল মামুন, নারীনেত্রী কমলা সরকার, সুন্দরবন রক্ষায় আমরা’র নাজমুল হক, পরিবেশ সংগঠক ইদ্রিস ইমন, নদীকর্মী হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার এর স্বেচ্ছাসেবক ডলার মোল্লা ও মেহেদী হাসান।

১৪ মার্চ, শুক্রবার, ধরা এবং উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস এর যৌথ উদ্যোগে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা চত্বরে ‌র‍্যালি, মানববন্ধন, প্রতিকী পরিচ্ছন্ন অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধরা- পেকুয়ার উপজেলা সমন্বয়ক দেলওয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পেকুয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল হাসেম। বক্তব্য রাখেন, উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের টিম লিডার ছাদেকুর রহমান, সহ টিম লিডার আসাদুজ্জামান, ছাত্রনেতা মিনহাজ উদ্দিন, আয়েশা ছিদ্দিকা প্রমুখ।

১৪ মার্চ, শুক্রবার, দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় টঙ্কাবতী নদী রক্ষার দাবিতে চুনতি রক্ষায় আমরা এবং স্থানীয় জনগণ এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুনতি রক্ষায় আমরা এর সহ-সমন্বয়ক এডভোকেট মিনহাজ উদ্দীন খান, এডভোকেট আসফ আলী খান জুয়েল, প্রিন্টিং ব্যবসায়ী সাবের আহমেদ খান সোহেল, র‌্যাডিসন ব্লু এর সাবেক ফাইন্যান্স ম্যানেজার, কক্সবাজার ওপেলিয়া বিচ রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহে আলম, পরিবেশ আন্দোলনের কর্মী রাহিক, মানবাধিকার কর্মি ও স্থানীয় সাংবাদিক বাবুল এবং স্থানীয় সাধারণ বাসিন্দাগণ।

১৪ মার্চ, শুক্রবার, কুড়িগ্রামের ধরলা নদীর পাড়ে ধরা-কুড়িগ্রামের আয়োজনে ধরলা নদী রক্ষায় এক মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়। স্থানীয় বাসিন্দা, কৃষক, জেলে, শিক্ষক, ছাত্র-ছাত্রী, পরিবেশ কর্মী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এ কর্মসূচিতে অংশ নেন।

১৪ মার্চ, শুক্রবার, ধরা ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন এর যৌথ উদ্যোগে বলেশ্বর নদীর বালুর মাঠে, নদী রক্ষায় মানববন্ধন ও প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়। রুহিতা গ্রামের প্রবীন বাসিন্দা আ. মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মেহেদী শিকদার, অভিজিৎ মজুমদার রতন, জামাল হোসেন, প্রভু দান প্রমুখ। কর্মসূচিতে  প্রত্যয়, শিকফা, দৃষ্টি মানব কল্যাণ সংস্থা, সিসিআরসি, তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা, রুপান্তর, ইউয়ুথ ফর ক্লাইমেট জাষ্টিসসহ একাধিক স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনসহ তিন শতাধিক নারী-পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন।

১৪ মার্চ, শুক্রবার, বরগুনার তালতলী উপজেলা সদরের জেটি ঘাট পায়রা নদীর তীরে ধরা ও পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির আয়োজনে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ বন্ধ করে পায়রা নদী রক্ষার দাবিতে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মিয়া রিয়াজুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক আমিনুল ইসলাম আমির, ধরিত্রী রক্ষায় আমরা ধরা’র (তালতলী-আমতলী) উপজেলা সমন্বয়ক আরিফ রহমান, পরিবেশকর্মী ও সাংবাদিক হাইরাইজ মাঝি, এম মিলন, মো. মোস্তাফিজ প্রমুখ।

বরগুনার পায়রা নদীতে আমতলী পৌর শহরের বর্জ্য নিঃসরণ বন্ধের দাবিতে ১৪ মার্চ, শুক্রবার আমতলী পৌরসভা কার্যালয়ের সামনে ধরা-বরগুনা’র আয়োজনে এক মানববন্ধন ও প্রতীকী পরিচ্ছন্ন কর্মসূচি পালিত হয়। এই মানববন্ধন কর্মসূচিতে আরো অংশগ্রহণ করে আমতলী প্রেসক্লাব, আমতলী ইয়ুথ হাব, তারুণ্যের আলো আমতলী কেন্দ্রীয় যুব ফোরাম এবং বিডি ক্লিন। এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খাইরুল বাশার বুলবুল, সাংবাদিক জাকির হোসেন, ধরিত্রী রক্ষায় আমরা ধরা এর বরগুনা জেলা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, অ্যাডভোকেট সৈয়দ নবীন, রিয়াজুল ইসলাম ইমন, আব্দুর রহমান সালেহ, মোহনা আক্তার বৈশাখী।

১৪ মার্চ ২০২৫, শুক্রবার, গুমানী নদীর নাম পরিবর্তনের প্রতিবাদ এবং দখল-দূষণ বন্ধের দাবিতে পাবনার চাটমোহরের বওশা ব্রিজ সংলগ্ন গুমানী নদীর পাড়ে ধরা, চলনবিল রক্ষায় আমরা, এবং চাইল্ড কেয়ার প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল এর যৌথ উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।  গুমানী নদী রক্ষার এই কার্যক্রমে স্থানীয় বাসিন্দাগণ অংশগ্রহণ করেন।

১৪ মার্চ, শুক্রবার সুরমা নদীর তীরে চাঁদনী ঘাটে ধরা- সিলেট ও সুরমা রিভার ওয়াটারকিপার এর উদ্যোগে ‘সুরমা, কুশিয়ারা, পিয়াইন, সারি, ধলাই সহ বিভিন্ন নদ-নদীতে চলমান বালু লুটতরাজ’ এর বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ জানাতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ধরা- সিলেট এর আহবায়ক ডা. মোস্তফা শাহজামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরা- সিলেটের সংগঠক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। অনুষ্ঠানে ধারণা বক্তব্য রাখেন ধরা- সিলেট এর সদস্য সচিব ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম। এসময় আরো বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস সোহেল, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা সিলেটের সভাপতি আশরাফুল কবির, অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপন, অ্যাডভোকেট সুদীপ্ত অর্জুন, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষন ট্রাস্টের রেজাউল কিবরিয়া, মাহমুদুর রহমান ওয়েস, মো. ফকরুজ্জামান, অ্যাডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, শামসুল আলম জাকারিয়া, জাকির আহমদ চোধুরী, আলমগীর আলম শাহান, অ্যাডভোকেট জাকিয়া জালাল, রোমেনা বেগম, শ্রুতি সিলেটের এর সমন্বয়ক সুমন্ত গুপ্ত, সাংবাদিক ও পরিবেশ কর্মী শাকিলা ববি, ফটো সাংবাদিক ও পরিবেশ কর্মী সাংবাদিক মামুন হোসেন, ব্যবসায়ী মওদুদ আহমদ প্রমূখ।

১৪ মার্চ, শুক্রবার কক্সবাজারের বাঁকখালী নদী রক্ষায় সদর উপজেলার ঘুমুদা ব্রিজ সংলগ্ন বাঁকখালী নদীর তীরে ধরা-কক্সবাজারের আয়োজনে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধরা-কক্সবাজারের আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে সদস্য সচিব ফরিদুল আলম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় পরিবেশ ও নদীকর্মীগণ অংশগ্রহণ করেন।

১৪ মার্চ, শুক্রবার যমুনা রক্ষায় আমরা এর আয়োজনে বগুড়ার সকল নদ-নদী দখল-দূষণমুক্ত ও পানি প্রবাহ নিশ্চিত করণের দাবিতে সাতমাথা এলাকায় জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ শেষে স্থানীয় প্রফেসর মোহাম্মদ মতিয়ুর রহমান এর সভাপতিত্বে এবং যমুনা রক্ষায় আমরা এর সমন্বয়ক মো. জিয়াউর রহমান এর সঞ্চালনায় নদী কৃত্য দিবসের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য প্রদান করেন বগুড়া বারের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট মোজাম্মেল হক, নদীকর্মী ফাররুখ আকবর, জনপ্রতিনিধি মোঃ সাজু, অ্যাডভোকেট সহুল হোসেন, প্রফেসর মোহাম্মদ মতিয়ুর রহমান, জাকিয়া সুলতানা, সাপ্তাহিক সূর্য্যতোরণ এর সম্পাদক সৈয়দা তাহমিনা পারভিন শ্যামলী প্রমূখ।

১৪ মার্চ, শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার পাইলটকাটা খালের মোহনায় ধরা- কুতুবদিয়ার উদ্যোগে এক মানববন্ধন ও প্রতীকি পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধরা কুতুবদিয়ার আহবায়ক এম, শহীদুল ইসলাম, সাবেক এমইউপি কপিল উদ্দিন, মাস্টার মিজানুর রহমান, সমাজ সেবক নেজাম উদ্দিন, ছাত্র নেতা মো: পারভেজ, মো আমিন, নজরুল, কাইয়ুম, দাউদ, হানিফ, মো তামিম প্রমূখ। পরে অংশগ্রহণকারীগণ পাইলটকাটা খালের আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

১৪ মার্চ, শুক্রবার, মাতামহুরী নদী রক্ষায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদীর পাড়ে ধরা- চকরিয়ার আয়োজনে  মানববন্ধন ও প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়।

১৪ মার্চ, শুক্রবার, বরেন্দ্র রক্ষায় আমরা এর আয়োজনে রাজশাহী জেলার পবা উপজেলার বায়া বাজারস্থ বারনাই নদীপাড়ে এক র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় নদীপ্রমী মানুষেরা সমবেত হয়ে বরেন্দ্রাঞ্চলে প্রবাহিত বারনাই, হোজা, শিব, আত্রাই, রাণী(ফকিরনী), মহানন্দা সহ সকল নদী দখল-দূষণমুক্ত ও প্রবাহমান করার দাবি তোলেন। এসময় বক্তব্য রাখেন বরেন্দ্র রক্ষায় আমরা এর সমন্বয়ক আফজাল হেসেন, মেহনাজ পারভিন মালা, সম্রাট, হাসিনুর রহমান প্রমুখ।

১৫ মার্চ, শনিবার, ধরা- জামালপুর এর উদ্যোগে জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদীর পাড়ে নদী দূষণ প্রতিরোধের আহ্বান জানিয়ে এক মানববন্ধন ও প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়। মানবন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: মাহবুবুর মহব্বত। সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান, বিশিষ্ট কলামিস্ট মশিউল আলম বাবুল, এসডিও-এর প্রধান নির্বাহী মো: রফিকুল ইসলাম, অগ্রদূত সমাজ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী আনিসুল হক, অধ্যাপক সাজ্জাদ হোসেন এবং বিভিন্ন এনজিও ও গণমাধ্যম কর্মীবৃন্দ। মানববন্ধন শেষে প্রতীকী পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা নদীর তীর থেকে আবর্জনা পরিষ্কার করেন এবং নদীর আশপাশ পরিষ্কার রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এই কর্মসূচিতে দি প্রাইম প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

১৮ মার্চ, মঙ্গলবার, ধরা- হবিগঞ্জ এবং খোয়াই রিভার ওয়াটারকিপার এর যৌথ উদ্যোগে খোয়াই নদীতে অবৈধ বালু উত্তোলন ও দখল-দূষণ পরিদর্শন করা হয়। খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এর নেতৃত্বে এই পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন ধরা হবিগঞ্জের সংগঠক তাহমিনা বেগম গিনি, সাইফুল ইসলাম, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইফতেখার আহমেদ ফাগুন, অলকা সাহা রায়, শারমিন আহমেদ প্রমুখ।